Sylhet Today 24 PRINT

বাঙালির শাড়ি পরে নোবেলমঞ্চে এসথার ডুফলো

সিলেটটুডে ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০১৯

সুইডেনের রাজার কাছ থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার গ্রহণ করছেন এসথার ডুফলো

২০১৯ সালে নোবেল পুরস্কার পাওয়া ফরাসী অর্থনীতিবিদ এসথার ডুফলো বাঙালি নারীদের ঐতিহ্যবাহী পোশাক শাড়ি-ব্লাউজ পরে পুরস্কার গ্রহণ করেছেন।

মঙ্গলবার ১০ ডিসেম্বর স্টকহোমে অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠানে সুইডেনের রাজা ষোড়শ কার্লের কাছ থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন।

এসথার ডুফলো ছাড়াও এবছরে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক ব্যানার্জি এবং মার্কিন অর্থনীতিবিদ মাইকেল ক্রেমার। অভিজিৎ-এসথার সম্পর্কে স্বামী স্ত্রীও।

পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অভিজিত ব্যনার্জিও বাঙালি পোশাকে উপস্থিত হয়েছিলেন। তার পরনে ছিল ধুতি, পাঞ্জাবি ও কুর্তি।

তবে নোবেল পুরস্কার গ্রহণের মঞ্চে শাড়ি পরার ঘটনা এই প্রথম নয়। ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ও ড. মুহাম্মদ ইউনুস নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর সেবছরের পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে মুহাম্মদ ইউনুসের সাথে যাওয়া গ্রামীণ ব্যাংকের নারী সদস্যরা শাড়ি পরে অনুষ্ঠানে গিয়েছিলেন।

ফ্রান্সে জন্ম নেয়া ৪৭ বছর বয়সী এসথার ডুফলো বিশ্ববিদ্যালয়ে শুরুতে ইতিহাস ও অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন। ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি।

নোবেল পুরস্কার পাওয়ার আগে জীবনে একাধিক সম্মানসূচক পুরস্কার পেয়েছেন এসথার ডুফলো।

অভিজিৎ ব্যানার্জির সাথে তার লেখা বই 'পুওর ইকোনমিক্স: এ র‍্যাডিকাল রিথিঙ্কিং অব দ্য ওয়ে টু ফাইট পোভার্টি' বিশ্বের ১৭টি ভাষায় অনূদিত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.