Sylhet Today 24 PRINT

জয়ের পথে বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০১৯

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেতে চলেছে বরিস জনসনের নেতৃত্বে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ১০টায় ভোটগ্রহণ শেষে প্রায় ২০ হাজার বুথ ফেরত ভোটারের মতামত নিয়ে বিবিসি জরিপের তথ্য জানায়।

বুথ ফেরত জরিপে দেখা গেছে, পার্লামেন্টের ৬৫০ আসনের মধ্যে কনজারভেটিভ পার্টি ৩৬৮টি আসনে জয় পেতে যাচ্ছে। আর বিরোধী দল লেবার পার্টি পাচ্ছে ১৯১টি আসন। এছাড়া লিবারেল ডেমোক্র্যাট (লিবডেম) পার্টি ১৩টি, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি (এসএনপি) ৫৫টি, প্লেইড সিমরু ৩টি, গ্রিন ১টি, ব্রেক্সিট পার্টি শুন্যটি ও অন্যরা ১৯টি আসনে পেতে পারে।

এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাবেক লেবার এমপি কেট হোয়ে বলেন, পূর্বানুমান যদি সত্য হয় তাহলে মেনে নিতে হবে লেবাররা শ্রমিক শ্রেণির সমর্থন হারিয়েছে যারা ইইউ থেকে মুক্ত হতে চাইত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.