Sylhet Today 24 PRINT

সুদানের সাবেক সামরিক শাসক বশিরের দুই বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক |  ১৫ ডিসেম্বর, ২০১৯

আর্থিক দুর্নীতির দায়ে জেলে গেলেন সুদানের সাবেক সামরিক শাসক ওমর আল-বশির। আর্থিক দুর্নীতি সংক্রান্ত এক মামলায় তাকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

শনিবার (১৫ ডিসেম্বর) রায় ঘোষণার পর ওমর-আল-বশির কাঠগড়ায় নিশ্চুপ দাঁড়িয়ে ছিলেন।

এ সময় তিনি সুদানের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত ছিলেন।

১৯৮৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার দীর্ঘ ত্রিশ বছর সুদান শাসন করেন ওমর-আল-বশির। এপ্রিলে গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রাজধানীর খার্তুমে কোবার কারাগারে ছিলেন তিনি।

ক্ষমতাচ্যুত হওয়ার পর নিজ বাসা থেকে গ্রেপ্তার হন ওমর-আল-বশির। ওই সময় তার বাসা থেকে ১৩ কোটি মার্কিন ডলারের সমমূল্যের সুদানি পাউন্ড পাওয়া যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.