Sylhet Today 24 PRINT

গোলাগুলিতে নিহতের স্মরণ অনুষ্ঠানে ফের গোলাগুলি, আহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক |  ২৩ ডিসেম্বর, ২০১৯

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে গোলাগুলির ঘটনায় নিহত এক ব্যক্তির স্মরণে আয়োজিত অনুষ্ঠানে গোলাগুলিতে ১৩ জন আহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ১২টায় ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এর কয়েক ঘণ্টা পর আহতদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশের দেওয়া বিবৃতি অনুযায়ী, ওই পার্টিতে যারা আহত হয়েছেন তাদের সবার বয়স ১৬ থেকে ৪৮ বছরের মধ্যে।

আহতদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরসহ চার জনের অবস্থা সঙ্কটজনক। তাদের বুকে ও পিঠের নিচের অংশে গুলি লেগেছে ।

এক সংবাদ সম্মেলনে শিকাগোর টহল পুলিশের প্রধান ফ্রেড ওয়ালার বলেন, এপ্রিলে নিহত একজনের স্মরণে পার্টিটির আয়োজন করা হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শিকাগোর দক্ষিণ অংশে আয়োজিত ওই পার্টির গোলাগুলির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। তাদের একজনের বিরুদ্ধে অস্ত্রের বেআইনি ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

রোববার স্থানীয় সময় সন্ধ্যায় পুলিশের মুখপাত্র অ্যান্থনি স্পেকুজ্জা জানান, ঘটনাস্থলের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রসহ মারসিয়ানো হোয়াইটকে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে গোলাগুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়নি।

হেফাজতে থাকা ২৫ বছর বয়সী আরেক যুবকও ওই গোলাগুলির ঘটনায় আহত হয়েছে বলে জানিয়েছে তারা।

প্রতি বছর নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলসে যতগুলো খুনের ঘটনা ঘটে তার মোট সংখ্যার দ্বিগুণেরও বেশি খুনের ঘটনা ঘটে শিকাগোতে, যদিও শহরটি ওই দুটি শহরের তুলনায় অনেক ছোট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.