Sylhet Today 24 PRINT

টাইফুন ফানফোনের আঘাতে ফিলিপিন্সে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক |  ২৬ ডিসেম্বর, ২০১৯

বড়দিনের মধ্যে ফিলিপিন্সের মধ্যাঞ্চলে আঘাত হানা টাইফুন ফানফোনে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার ঝড়ো বাতাস, ভারী বর্ষণ ও হঠাৎ বন্যা নিয়ে টাইফুনটি দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটিতে আঘাত হানে।

পরিস্থিতি মোকাবেলায় আগেই ঝড়টির পথে থাকা এলাকা থেকে ৫৮ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সতর্কতার অংশ হিসেবে বিভিন্ন বন্দরের অসংখ্য ফেরি চলাচলও বন্ধ করে দেয়া হয়। বাতিল হয় বিমানের কয়েক ডজন ফ্লাইট।

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস ফানফোনে নিহতের সংখ্যা ১৬ বলে জানিয়েছে।

ফিলিপিন্সের দুর্যোগ মোকাবেলার দায়িত্বে থাকা সংস্থা মধ্যাঞ্চলীয় কাপিজ, ইলোইলো ও লেইতে প্রদেশে হতাহতের খবর পাওয়া গেছে।

নিহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক বালক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, গাছের ডাল পড়ে একজন এবং গাড়ি দুর্ঘটনায় আরেকজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে তারা।

বুধবার রাতেই টাইফুন ফানফোন ফিলিপিন্স ছেড়েছে। এটি এখন পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ চীন সাগরের দিকে যাচ্ছে বলে জানিয়েছে ফিলিপিন্সের আবহাওয়া বিভাগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.