Sylhet Today 24 PRINT

মোদির বাসভবনের কাছে আগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক |  ৩০ ডিসেম্বর, ২০১৯

ভারতের দিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের কাছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর সূত্রপাত হয় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। খবর স্থানীয় গণমাধ্যম এনডিটিভির।

স্থানীয় সময় সন্ধ্যা সাতটা ২০ মিনিটের দিকে মোদির সেভেন, লোক কল্যাণ মার্গ বাসভবনের কাছে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিরাপত্তা কর্মকর্তারা ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় টুইটারে জানায়, সরকার প্রধানের বাসভবন বা কার্যালয় নয়, লোক কল্যাণ মার্গ কমপ্লেক্সের স্পেশাল প্রটেকশন গ্রুপ অভ্যর্থনা এলাকা আগুনের শিকার হয়েছে।

আগুনের সূত্রপাত হওয়ার পরপরই প্রকাশ করা এই টুইটার পোস্টে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় আরও জানায়, আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় নয়টি ফায়ার ইঞ্জিন। কিন্তু ইতোমধ্যে আগুন নিভে যাওয়ায় এগুলোকে ভেতরে প্রবেশ করানোর অনুমতি দেয়নি কর্তৃপক্ষ।

অবশ্য পরে পূর্বসতর্কতা অবলম্বনের অংশ হিসেবে ঘটনাস্থলের আশেপাশের জায়গাগুলো পরীক্ষা করে দেখা হয় বলেও উল্লেখ করা হয়েছে ভারতীয় গণমাধ্যমটির এই প্রতিবেদনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.