Sylhet Today 24 PRINT

ভারতের প্রথম ‘চিফ অব ডিফেন্স স্টাফ’ জেনারেল বিপিন রাওয়াত

আন্তর্জাতিক ডেস্ক |  ৩১ ডিসেম্বর, ২০১৯

ভারতের প্রথম প্রতিরক্ষাপ্রধান বা চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন জেনারেল বিপিন রাওয়াত। তিনি সেনা, নৌ ও বিমান বাহিনীর শীর্ষ সমন্বয়ক কর্মকর্তা হিসেবে দায়িত্বপালন করবেন। তিন বছরের জন্য বিপিন রাওয়াত এই পদে নিযুক্ত হলেন।

সোমবার (৩০ ডিসেম্বর) বিজেপি সরকার এই ঘোষণা দেয়।

চলতি বছর ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই নতুন পদ সৃষ্টির ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর ২৪ ডিসেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ পদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে বলা হয়, সামরিক বাহিনীর চার তারকা মানের কর্মকর্তাকে প্রতিরক্ষাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হবে।

সেনাপ্রধানের পদ থেকে ৩১ ডিসেম্বর অবসরে যাওয়ার কথা ছিল বিপিন রাওয়াতের। একদিন আগেই তাকে নতুন পদের দায়িত্ব দেওয়া হলো। নতুন সেনাপ্রধানের দায়িত্ব পাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ নার্ভানে।

চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে তিন বাহিনীর প্রধানরা তাকে রিপোর্ট করবেন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গেও সরাসরি যোগাযোগের সুরক্ষা পাবেন। বিপিন রাওয়াত ইতোমধ্যে চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.