Sylhet Today 24 PRINT

ধর্ষণে অভিযুক্ত সৌদি কূটনীতিকের ভারত ত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক |  ১৭ সেপ্টেম্বর, ২০১৫

ভারত ছেড়েছেন দিল্লিতে নিযুক্ত সৌদি আরবের সেই কূটনীতিক, যার বিরুদ্ধে দুই নেপালি গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

ভারতে প্রশ্নবিদ্ধ হয়ে যাওয়ার পর সৌদি সরকার তাকে প্রত্যাহার করে নিয়েছে বলে বুধবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের খবরে উঠে আসে এ তথ্য।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন,‘আমরা জেনেছি দুই নেপালি নারী ধর্ষণে অভিযুক্ত সৌদি দূতাবাসের প্রথম সচিব মাজেদ হাসান আশুর ভারত ছেড়ে গেছেন। 

তিনি বলেন, ‘ফার্স্ট সেক্রেটারি একজন কুটনীতিক, যিনি ভিয়েনা কনভেনশন ‍অনুযায়ী নিয়ন্ত্রিত হন।’

ভিয়েনা কনভেনশন অনুযায়ী, কর্মরত দেশে নিয়োজিত কূটনীতিকদের গ্রেফতার, ফৌজদারি মামলা রুজু এবং সিভিল মামলা থেকে মুক্তি দেওয়া হয়েছে।  

গত সপ্তাহে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে দিল্লির উপকণ্ঠে গুরগাঁওয়ে একটি বিলাসবহুল ফ্ল্যাটে অভিযান চালিয়ে দুই নেপালি নারীকে উদ্ধার করে পুলিশ। 

তাদের অভিযোগ, তিন মাসের বেশি সময় ধরে ওই বাসায় আটকে রেখে তাদের গণধর্ষণ, নির্যাতন  এবং না খাইয়ে রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.