Sylhet Today 24 PRINT

ইরাকে ফের মার্কিন বিমান হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক |  ০৪ জানুয়ারী, ২০২০

ইরাকে মার্কিন বিমান হামলায় ইরানের কুদস বাহিনী প্রধান লে. জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই আবারও দেশটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (৩ জানুয়ারি) ইরান সমর্থিত পপুলার মোবালাইজেশন ইউনিট (পিএমইউ)-র এক ঘাঁটিতে ওই হামলা চালায় যুক্তরাষ্ট্র।

ইরাকের একটি সামরিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাগদাদের উত্তরে তাজে একটি ঘাঁটিতে ওই বিমান হামলায় পিএমইউ-র ছয়জন যোদ্ধা নিহত হয়েছে। এনবিসি নিউজসহ বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার অন্যতম টার্গেট ছিল পিএমইউ-র একজন শীর্ষ কমান্ডার।

পিএমইউ, যা আরবিতে হাশদ আল-শাবি নামেও পরিচিত। তারা ওই হামলায় তাদের কোনও কমান্ডার নিহত হওয়ার খবর অস্বীকার করেছে। তারা বলছে, বাগদাদের তাজি স্টেডিয়ামের কাছে একটি মেডিকসকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।

এদিকে পুলিশের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, পিএমইউ-র একটি বহরে বোমা হামলার ঘটনায় ‘নিহত ও আহত’ হয়েছে। তবে কতজনের মৃত্যু হয়েছে তা জানায়নি পুলিশ।

অন্যদিকে ইরানের সঙ্গে ক্রমশ বাড়তে থাকা উত্তেজনার ফলে মধ্যপ্রাচ্যে প্রায় ১৪ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। কেবল ইরাকেই রয়েছে ৫ হাজার ২০০ মার্কিন সেনা। এছাড়া ৭২০ সৈন্যের একটি বিশেষ দল ইতোমধ্যে বাগদাদে পৌঁছেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.