Sylhet Today 24 PRINT

দ্বিতীয়বারের মতো তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং

আন্তর্জাতিক ডেস্ক |  ১২ জানুয়ারী, ২০২০

তাইওয়ানে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হলেন চীন বিরোধী নেত্রী সাই ইং ওয়েন।

দেশটির নির্বাচন কমিশনের মাধ্যমে বিবিসি জানায়, সাই ইংয়ের দল ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) ৫৭.১ শতাংশ ভোট পায়। সাই ইং পান ৮১ লাখ ৭০ হাজার ২৩১ ভোট, যা বিরোধী দলের চেয়ে ২৬ লাখ ৪৮ হাজার ১১২ ভোট বেশি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও প্রধান বিরোধী দল হান কুও ইউয়ের দল কেএমটি ভোট পেয়েছে ৫৫ লাখ ২২ হাজার ১১৯ টি (৩৮.৬%)।

সাই ইং ওয়েন চীনবিরোধী পক্ষ হিসেবে বেশ পরিচিত। এদিকে নির্বাচনে পুনরায় বিজয়ের পর সাই ইং জানান, দ্বিতীয় মেয়াদেও তিনি দেশ শাসনে তার চলমান কলাকৌশলই বজায় রাখবেন। বিজয়ী ভাষণে সাই চীনকে হুমকি প্রত্যাহার করে নিতে বলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জয়ের পরই সাই ইংকে অভিনন্দন জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.