Sylhet Today 24 PRINT

ভারতীয় কোন প্রতিষ্ঠানের শীর্ষ পদে বাংলাদেশি কাউকে দেখতে চান নাদেলা

আন্তর্জাতিক ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০২০

ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করে ভারতীয় বংশোদ্ভূত মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা বলেছেন, দেশটিতে যা ঘটছে তা ‘দুঃখজনক’। এক কথায় বললে তা ‘ভালো হচ্ছে না’।

তিনি ভারতে অভিবাসী কোনো বাংলাদেশিকে সে দেশের কোনো প্রতিষ্ঠানের শীর্ষ পদে দেখতে চান বলেও মন্তব্য করেছেন।

নিউইয়র্ক-ভিত্তিক বাজফিড নিউজের প্রধান সম্পাদক বেন স্মিথ এক টুইটার বার্তায় গতকাল (১৩ জানুয়ারি) বলেছেন, মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলার কাছে ভারতের নাগরিকত্ব আইন সম্পর্কে জানতে চেয়েছিলাম। উত্তরে নাদেলা বলেছেন, “আমি মনে করি যা ঘটছে তা দুঃখজনক... এটি ভালো হচ্ছে না... আমি দেখতে চাই একজন বাংলাদেশি অভিবাসী যিনি ভারতে এসে সেখানে বড় প্রতিষ্ঠান গড়ে তুলবেন অথবা ইনফোসিসের পরবর্তী প্রধান নির্বাহী হবেন।”

উল্লেখ্য, সম্প্রতি ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে নির্যাতিত হয়ে যেসব অমুসলিম ভারতে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্যে আইন পাশ করেছে।

আইনটি ভারতের সাংবিধানিক ধর্মনিরপেক্ষতাবিরোধী বলে এর বিরুদ্ধে দেশজুড়ে তীব্র প্রতিবাদ হচ্ছে। বিক্ষোভ-প্রতিবাদে এখন পর্যন্ত অন্তত ২৫ জনের প্রাণহানি হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.