Sylhet Today 24 PRINT

কবি শঙ্খ ঘোষ হাসপাতালে ভর্তি

সিলেটটুডে ডেস্ক |  ২১ জানুয়ারী, ২০২০

কবি শঙ্খ ঘোষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

কবির পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে শ্বাসকষ্টে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কবি শঙ্খ ঘোষ। পরে দুপুর ১২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি পার্কিনসন রোগে আক্রান্ত। শ্বাসনালি ও মূত্রনালিতে তার সংক্রমণ রয়েছে। হাসপাতালের চিকিৎসক সি কে মাইতির তত্ত্বাবধানে আছেন তিনি। তার শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল। চলছে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা।

কবি শঙ্খ ঘোষের জন্ম ১৯৩২ সালের ৫ ফেব্রুয়ারি। কর্মজীবনে তিনি যাদবপুর ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। ১৯৯২ সালে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন।

বাংলা সাহিত্যে অবদানের জন্য কবি শঙ্খ ঘোষ পেয়েছেন জ্ঞানপীঠ ও সাহিত্য আকাদেমি পুরস্কার। আরও পেয়েছেন রবীন্দ্র পুরস্কার, ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মভূষণ ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে দেশিকোত্তম সম্মাননা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.