Sylhet Today 24 PRINT

তুরস্কে ভূমিকম্পে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক  |  ২৫ জানুয়ারী, ২০২০

শক্তিশালী ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে তুরস্কের পূর্বাঞ্চলে। এতে অন্তত ১৮ জনের মৃত্যু ও ২২৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৯টায় ইলাজিগ প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। খবর দ্য নিউ ইয়র্ক টাইমসের।

পার্শ্ববর্তী দেশ সিরিয়া, লেবানন ও ইরানে কম্পন অনুভূত হয়েছে।

তুরস্কের ডিজাস্টার ম্যানেজমেন্ট জানায়, ‘আফটার শক’ ছিল ৬০ বারের মতো।

দালান ও ধ্বংসস্তূপে আটকে-পড়াদের উদ্ধারে তৎপরতা চলছে। ৪০০ জনের একটি দল ইলাজিগ প্রদেশে যাচ্ছে বলে জানিয়েছেন তুরস্কের কর্মকর্তারা। এছাড়া সেনারাও রয়েছে প্রস্তুত।

স্থানীয় এক বাসিন্দা বলেন, সবকিছু ছিল ভয়াবহ। আমাদের গায়ের ওপর ফার্নিচার এসে পড়ছিল। আমরা দৌড়ে ঘর থেকে বেরিয়ে যাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.