Sylhet Today 24 PRINT

আফগানিস্তানে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০২০

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় গজনি প্রদেশে যাত্রীবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২৭ জানুয়ারি) রাজধানী কাবুল থেকে হেরাতের উদ্দেশে উড্ডয়নের পর গজনি প্রদেশের দেহ ইয়ান নামক জেলার একটি পাহাড়ের ওপর উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পর পরই উড়োজাহাজে আগুন ধরে যায়।

আল জাজিরার খবরে জানানো হয়েছে, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি বোয়িং ৭৩৭-৪০০ মডেলের। এটি আফগানিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা আরিয়ানা আফগান এয়ারলাইন্সের বলে জানা গেছে। যদিও আরিয়ানা কর্তৃপক্ষ বলছে, এই উড়োজাহাজটি তাদের নয়।

উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর এখনো ঘটনাস্থলের সর্বশেষ অবস্থা জানা যায়নি। কতজন হতাহত হয়েছেন তাও নিশ্চিত হতে পারেনি সরকারি কর্মকর্তারা। তবে এ উড়োজাহাজ দুর্ঘটনায় অনেকে হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.