Sylhet Today 24 PRINT

ভারতীয় সেনাবাহিনীতে লিঙ্গ বৈষম্য দূর করার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক |  ১৭ ফেব্রুয়ারী, ২০২০

ভারতীয় সেনাবাহিনীতে নারীদের ‘স্থায়ী কমিশন’ দেয়ার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি অজয় রাস্তোগির বেঞ্চ এই ঐতিহাসিক রায় দেন।

সর্বোচ্চ আদালত জানিয়ে দিলেন, সেনাবাহিনীতে নারীদের স্থায়ী নিয়োগের ব্যবস্থা কার্যকর করতে হবে। একমাত্র কমব্যাট উইং, অর্থাৎ যারা সরাসরি যুদ্ধ করেন, এই নির্দেশের বাইরে থাকছে। তবে সেখানেও নারীরা যাতে পুরুষদের সমান সুযোগ-সুবিধা পান, তা নিশ্চিত করতে হবে। আগামী তিন মাসের মধ্যে সরকারকে এই বৈষম্য দূর করতে বলা হয়েছে।

ভারতীয় বাহিনীতে ১৯৯২ সালের আগে নারীরা শুধু চিকিৎসা পরিষেবায় কাজ করতে পারতেন। এর পর নারীদের জন্য ১৪ বছরের ‘শর্ট সার্ভিস কমিশন’ চালু হয়।

পুরুষদের মতো ২০ বছরের কাজ করার সুযোগ তাদের ছিল না। আজকের রায়ের পর নারীরা একমাত্র কমব্যাট উইং ছাড়া অন্যত্র সব ক্ষেত্রে ২০ বছর কাজ করার সুবিধা পাবেন। এ ছাড়া পুরুষদের মতো অন্যান্য সব ধরনের সুযোগ-সুবিধাও তারা পাবেন।

শর্ট সার্ভিস কমিশনের আওতায় যে নারীরা ১৪ বছর বাহিনীতে কাজ করেছেন তাদের স্থায়ী কমিশনের আওতায় আনতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেন আদালত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.