Sylhet Today 24 PRINT

সমকামী সন্দেহে ১০ সিরিয়কে গুলি করে হত্যা করলো আইএস

আন্তর্জাতিক ডেস্ক |  ২২ সেপ্টেম্বর, ২০১৫

ফাইল ছবি

সমকামী সন্দেহে সিরিয়ায় ১০ জনকে গুলি করে হত্যা করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা।

সিরিয়ার মানবাধিকার সংক্রান্ত নজরদারি গোষ্ঠীর প্রধান রামি আবদেল রহমান জানান, মধ্য সিরিয়ার হোমস প্রদেশের রাস্তান শহরে সাত ব্যক্তিকে ‘সমকামী’ তকমা দিয়ে গুলি করে মেরেছে আইএস। একই অভিযোগে তারা আলোপ্পো প্রদেশের হ্রেইতান শহরে দুজন পুরুষ ও এক কিশোরকেও খতম করেছে বলে জানিয়েছেন তিনি।

রামি আবদেল রহমান আরো বলেছেন, জনসমক্ষেই এই হত্যাগুলি করা হয়েছে। তবে সেই দৃশ্য কোনও ক্যামেরায় তুলে রাখা হয়ে থাকলেও তা আইএস সন্ত্রাসবাদীরা ভেঙে দিয়েছে। কোনও প্রমাণ রাখতে দেয়নি।

প্রসঙ্গত, এর আগে সমকামী বলে অভিযুক্তদের মাথা কেটে বা উঁচু বাড়ির ছাদ থেকে ছুঁড়ে ফেলে হত্যা  করেছে আইএস।

সিরিয়া, ইরাকের যে বিস্তীর্ণ ভূখণ্ড দখল করে আইএস তথাকথিত ‘খলিফা-সাম্রাজ্য’ কায়েম করেছে, সেখানে নিজেদের শাসন চাপিয়ে দিতে নারকীয় হিংসার পথ ধরেছে আইএস। নিজেদের শাসিত অঞ্চলে সমকামিতা ছাড়াও ডাকিনিবিদ্যা, সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদের প্রতি আনুগত্যও তাদের বিচারে মৃত্যুদন্ডযোগ্য অপরাধ।

সিরিয় মানবাধিকার পর্যবেক্ষণ গোষ্ঠীটি জানিয়েছে,  ২০১৪-র জানুয়ারি মাসে খলিফা শাসন ঘোষণার পর ৩ হাজারের বেশি লোককে হত্যা করেছে আইএস। এদের অন্তত ১৮০০ সাধারণ নাগরিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.