Sylhet Today 24 PRINT

নদীতে হঠাৎ জলোচ্ছ্বাস, ৬ শিক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০২০

ইন্দোনেশিয়ার ইয়োগিয়াকার্তা প্রদেশে একটি নদীতে হঠাৎ জলোচ্ছ্বাসে ভেসে গিয়ে ৬ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সেমপোর নদীতে এই আচমকা জলোচ্ছ্বাসে আরও অন্তত ৫ জন নিখোঁজ রয়েছেন।

দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সেসময় নদীর পাড়ের একাংশে মাধ্যমিক স্কুলের আড়াইশর মতো শিক্ষার্থী হাঁটছিল। তারা স্কাউটিং সংক্রান্ত কর্মকাণ্ডে ব্যস্ত ছিল বলে এক বিবৃতিতে জানিয়েছেন দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আগুস উইবোও।

তিনি বলেন, শিক্ষার্থীরা যখন নদীর কাছে এসেছিল তখন বৃষ্টি ছিল না। আচমকাই বড় বড় ঢেউ তাদের কয়েকজনকে ভাসিয়ে নিয়ে যায়।

জলোচ্ছ্বাসে ছয় শিক্ষার্থী নিহত এবং আরও ছয় শিক্ষার্থী সামান্য আহত হয়েছে বলে উইবোও’র বিবৃতিতে জানানো হয়।

এদের বাইরে আরও অন্তত ৫ শিক্ষার্থী এখনও নিখোঁজ বলে জানিয়েছেন ইয়োগিয়াকার্তা দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান বিয়ারা ইউসোয়ান্তানা।

নিখোঁজদের সন্ধানে পুলিশ, উদ্ধারকারী বিভিন্ন সংস্থা ও সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.