Sylhet Today 24 PRINT

সুইজারল্যান্ড, অস্ট্রিয়া ও ক্রোয়েশিয়ায় করোনাভাইরাসের অস্তিত্ব

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ফেব্রুয়ারী, ২০২০

সুইজারল্যান্ড, অস্ট্রিয়া ও ক্রোয়েশিয়ায় নতুন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা গেছে। দ্য গার্ডিয়ানের খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইউরোপের এই তিন দেশে প্রথমবারের মতো কোভিড-১৯ এ আক্রান্ত রোগী পাওয়া গেল।

ইতালির সীমান্তবর্তী অঞ্চল টিকিনোতে আক্রান্তকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছ সুইজারল্যান্ডের সংবাদ মাধ্যম আরটিএস। ইতালির সঙ্গে এখনো দেশটির সীমান্ত খোলা রয়েছে।

ক্রোয়েশিয়ায় একজন আক্রান্তের খবর নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আন্দ্রেস প্লেনকোভিচ। তার বয়স খুব বেশি নয়। ওই রোগীকে রাজধানী জাগরেবের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

অস্ট্রিয়ায় প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত দুই জনকে শনাক্ত করা গেছে। ইতালির সীমান্তবর্তী অঞ্চল টিরল প্রদেশে এদের শনাক্ত করা হয় বলে জানা যায়।

ইতালিতে এখন পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮৩ জন। এশিয়ার পর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইতালিতেই। কোভিড-১৯ ছড়িয়ে পড়ার জন্য দেশটি উত্তরের হাসপাতালগুলোকে দুষছেন ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.