Sylhet Today 24 PRINT

সিরিয়ায় বিমান হামলায় প্রাণ গেল ২৯ তুর্কি সেনার

আন্তর্জাতিক ডেস্ক |  ২৮ ফেব্রুয়ারী, ২০২০

সিরিয়িার উত্তরপশ্চিমের ইদলিবে ‘সরকারি বাহিনীর’ বিমান হামলায় অন্তত ২৯ তুর্কি সৈন্য মারা গেছেন। তুরস্কের কর্মকর্তারা এ কথা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।

তুরস্কের হাতেয় প্রদেশের গভর্নর রাহমি দোগান জানিয়েছেন, ইদলিবে আরও অনেকে আহত হয়েছেন।

স্থানীয় কিছু কিছু গণমাধ্যম বলছে প্রাণহানির সংখ্যা আরও বেশি। তুরস্ক এখন সিরিয়ার সরকারি সেনাদের লক্ষ্য করে হামলার জবাব দিচ্ছে।

রাশিয়া সমর্থিত সিরিয়ার সরকারি সেনারা বিদ্রোহীদের কাছ থেকে ইদলিবের দখল নিতে চাচ্ছে। যাদের আবার সমর্থন দিচ্ছে তুরস্কের সেনারা।

ইদলিবের এই সহিংসতা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি সিরিয়া কর্তৃপক্ষ। এটাই একমাত্র প্রদেশ যেটি বিদ্রোহীরা কব্জা করে রেখেছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এরপরই তুর্কি সেনারা পাল্টা জবাব দিতে থাকে।

এরদোয়ান এর আগে সিরিয়া সরকারকে আহ্বান জানিয়েছেন যাতে, যেসব অঞ্চলে তুর্কি সেনারা রয়েছে, সেসব এলাকা থেকে সিরিয়ার সরকারি সেনাদের সরিয়ে নেওয়া হয়। তবে সিরিয়া সরকার ও রাশিয়া তা নাকচ করেছে। অভিযোগ তুলে বলেছে, তুরস্ক বিদ্রোহীদের সাহায্য করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.