Sylhet Today 24 PRINT

সৌদিতে রাজপরিবারের ৩ সদস্যকে আটক

আন্তর্জাতিক ডেস্ক |  ০৭ মার্চ, ২০২০

সৌদি আরবে রাজপরিবারের তিন সদস্যকে আটক করা হয়েছে। এদের মধ্যে অন্তত দুজন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের ঘনিষ্ঠ আত্মীয় ও দেশটিতে অত্যন্ত প্রভাবশালী।

সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সৌদি বাদশাহর ছোট ভাই মোহাম্মদ বিন আব্দুল আজিজ, আরেক ভাইয়ের ছেলে সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ ও রাজপরিবারের আরেক সদস্য প্রিন্স নাওয়াফ বিন নায়েফকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, মোহাম্মদ বিন আব্দুল আজিজ ও মোহাম্মদ বিন নায়েফ দুজনই সৌদি আরবে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে অন্যতম। তাদের আটকের কারণ এখনও জানা যায়নি।

তবে সূত্রের বরাত দিয়ে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, রাজপরিবারের এ সদস্যদের আটকের সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পৃক্ততা রয়েছে।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, শুক্রবার সকালের কোন এক সময় রাজপরিবারের এ তিন সদস্যকে আটক করা হয়।

এর আগে ২০১৭ সালে সৌদি রাজপরিবারের বহু সদস্যকে দুর্নীতির দায়ে আটক করেছিলেন মোহাম্মদ বিন সালমান। ওই সময় রিয়াদের বিলাসবহুল হোটেল রিটজ কার্লটনকে অস্থায়ী কারাগার ঘোষণা করে অন্তত ৩ মাস তাদের বন্দী রাখেন তিনি।

এবার তিন প্রভাবশালী সদস্যদের আটকও রাজপরিবারের ক্ষমতার দ্বন্দ্বের অংশ হিসেবে ধারণা করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.