Sylhet Today 24 PRINT

করোনায় মারা গেলেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক |  ১১ মার্চ, ২০২০

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক উপদেষ্টা করোনোভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। প্রয়াত ৭১ বছর বয়সী মোহাম্মদ মীরমোহাম্মদী যৌক্তিকতা পরিষদের সদস্য ছিলেন। এই পরিষদটি সর্বোচ্চ নেতাকে পরামর্শ দেয়।

সিএনএন জানায়, করোনাভাইরাসে আক্রান্ত সর্বশেষ ইরানি সরকারি কর্মকর্তা ছিলেন তিনিই। গত বৃহস্পতিবার একই অসুখে দেশটির অন্যতম শীর্ষ ধর্মীয় নেতা হাদি শোশরোশাহি মারা যান।

করোনাভাইরাস নিয়ে সরকারের টাস্ক ফোর্সের দায়িত্বে থাকা ইরানের ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ এবতেকার এবং উপ স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচিও আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

ইরানে ভাইরাস ছড়াতে শুরু করেছে গত সপ্তাহ থেকে এবং সোমবারের মধ্যে অন্তত ৬৬ জন মারা গেছে এবং ১ হাজার ৫০১ জন আক্রান্ত হয়েছে। উপ স্বাস্থ্যমন্ত্রী আলিরেজা রাইসি রাষ্ট্রীয় টিভিতে একথা বলেছেন।২৯১ জন সুস্থ হয়েছে বলেও জানান তিনি।

সম্প্রতি যারা ইরানে ভ্রমণ করেছেন তাদের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।তারা আফগানিস্তান,কানাডা, লেবানন,পাকিস্তান, কুয়েত, বাহরাইন, ইরাক, ওমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ইরানে গেছেন।

মধ্যপ্রাচ্যে ইরানেই করোনাভাইরাস আক্রান্ত সবচেয়ে বেশী এবং চীনের বাইরে ওই দেশটিতেই ভাইরাসে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.