Sylhet Today 24 PRINT

জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দিলেন মালালা

নিউজ ডেস্ক |  ২৬ সেপ্টেম্বর, ২০১৫

জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দিয়েছেন পাকিস্তানি নারী অধিকারকর্মী মালালা ইউসুফজাই। শুক্রবার জাতিসংঘের গ্যালারি থেকে একজন সিরীয় ও একজন পাকিস্তানি মেয়েকে পাশে নিয়ে বক্তব্য দেন মালালা।

২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কারজয়ী মালালা তার দেওয়া বক্তব্যে মেয়েদের জন্যও শিক্ষার সমান সুযোগ দেওয়ার আহ্বান জানান।

সর্বকনিষ্ঠ এই নোবেল লরিয়েট মেয়েদের শিক্ষাকে অধিকার বলে বর্ণনা করেন।

পাকিস্তানের সোয়াত উপত্যকায় বসবাস করার সময় বিবিসি উর্দু ওয়েবসাইটে মেয়ে শিশুদের শিক্ষার অধিকার নিয়ে লেখালেখি করার কারণে তালেবানদের বিরাগভাজন হন মালালা।

২০১২ সালের অক্টোবরে তালেবান জঙ্গিরা স্কুল বাসে উঠে মালালাকে গুলি করে। মাথায় গুলিবিদ্ধ মালালা শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যান।

বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছেন পাকিস্তানী এই মানবাধিকার কর্মী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.