Sylhet Today 24 PRINT

করোনাভাইরাসে লকডাউন যুক্তরাজ্য

লন্ডন প্রতিনিধি |  ২১ মার্চ, ২০২০

করোনাভাইরাস আতঙ্কে অবশেষে লকডাউন হয়ে গেল যুক্তরাজ্য।

বরিস জনসন বলেছিলেন যে কোভিড-১৯ ভাইরাসের বিস্তার কমাতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তাই যুক্তরাজ্যজুড়ে সমস্ত ক্যাফে, পাব, রেস্তোরা, জিম এবং অন্যান্য অনুরূপ স্থানগুলি শুক্রবার সন্ধ্যা থেকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে। তবে প্রত্যেক মাসেই অবস্থা পর্যালোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

যারা রেস্টুরেন্টে বা অন্যান্য ক্ষেত্রে কাজ করে সর্বোচ্চ ২৫০০ পাউন্ড মাসে আয় করেন তাদের বেতনের ৮০ ভাগ সরকার দিবে বলে চ্যান্সেলর ঋষি সুনাক ঘোষণা দিয়েছেন।

বলা হয় ১২ হাজার বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট আছে পুরো যুক্তরাজ্যজুড়ে। সেখানে লক্ষাধিক মানুষ কাজ করেন।

তবে ১০ ডাউনিং স্ট্রিটের প্রেস ব্রিফিংয়ে বক্তব্যে বরিস জনসন বলেন, আপাতত শারীরিকভাবে দুরত্ব বজায় রেখে হোম ডেলিভারি দেওয়া যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.