Sylhet Today 24 PRINT

মিয়ানমারেও করোনাভাইরাস

সিলেটটুডে ডেস্ক |  ২৪ মার্চ, ২০২০

মিয়ানমারে দুজনের শরীরে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) শনাক্ত হয়েছে। আলজাজিরা জানায়, সোমবার রাতে মিয়ানমারের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

আক্রান্ত দুই নাগরিকের একজন যুক্তরাষ্ট্র এবং অপরজন যুক্তরাজ্য ফেরত বলে জানা গেছে। যাদের বয়স যথাক্রমে ৩৬ বছর এবং ২৬ বছর।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, আক্রান্ত দুই ব্যক্তির সঙ্গে কারা কারা সংস্পর্শে এসেছেন তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে অনুসন্ধান চলছে।

প্রসঙ্গত, ডিসেম্বরের শেষে চীন থেকে কভিড-১৯ এর উৎপত্তি। দেশটির সঙ্গে মিয়ানমারের বিশাল সীমান্ত রয়েছে। এর মধ্যে ১৬০টিরও বেশি দেশে করোনাভাইরাস ছড়িয়ে গেলেও সামরিক বাহিনী নিয়ন্ত্রিত মিয়ানমার কোনো ধরনের আক্রান্তের খবর জানাচ্ছিল না।

এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৬ হাজার ৫০৮ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ৬৭৯ জন, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এক লাখ ৯৮৫ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.