Sylhet Today 24 PRINT

করোনাভাইরাসে হাঙ্গেরিতে যুক্তরাজ্যের কূটনীতিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক |  ২৬ মার্চ, ২০২০

হাঙ্গেরিতে ব্রিটিশ দূতাবাসের ডেপুটি হেড অব মিশন স্টিভেন ডিক নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

৩৭ বছর বয়সী এই কূটনীতিক বুদাপেস্ট মিশনে দায়িত্ব পালন করে আসছিলেন গত বছরের ডিসেম্বর থেকে।

বিবিসি জানায়, মঙ্গলবার স্টিভেন ডিকের মৃত্যু হয় বলে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। তার অন্য কোনো স্বাস্থ্য জটিলতা ছিল কি না, তা জানা যায়নি।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, স্টিভেন ডিকের মৃত্যুর খবরে তিনি দারুণ মর্মাহত। তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ কূটনীতিক। অত্যন্ত দক্ষতা আর আন্তরিকতার সঙ্গে তিনি দেশেল প্রতিনিধিত্ব করে আসছিলেন।

স্কটিশ কূটনীতিক ডিক বুদাপেস্ট মিশনে আসার আগে কাবুল ও রিয়াদেও দায়িত্ব পালন করেন। রিয়াদে যাওয়ার আগে তিনি প্রায় এক বছরের চেষ্টায় আরবি ভাষাও শিখেছিলেন বলে ডেইলি মেইলের খবর।

স্টিভেন ডিকের কর্মজীবন শুরু হয়েছিল ব্যাংক অব স্কটল্যান্ডে। তিন বছর সেখানে কাজ করে তিনি ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরে যোগ দেন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকদের হিসাবে হাঙ্গেরিতে এ পর্যন্ত সোয়া দুইশ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে দশ জনের।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.