Sylhet Today 24 PRINT

করোনা মোকাবিলায় ২৪ ঘন্টায় পাঁচ লাখ স্বেচ্ছাসেবী!

লন্ডন প্রতিনিধি |  ২৬ মার্চ, ২০২০

ব্রিটেনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় এনএইচএসকে সহায়তা করতে হেলথ সেক্রেটারি আড়াই লাখ স্বেচ্ছাসেবীর জন্য আহবান জানালে গত ২৪ ঘন্টায় প্রায় পাঁচ লাখ মানুষ স্বেচ্ছাসেবী হওয়ার জন্য আবেদন করেছেন। এতো কম সময়ে এতো লোক আবেদন করায় প্রধানমন্ত্রী বরিস জনসন সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানিয়ে ডাক্তারসহ স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই স্বেচ্ছাসেবীরা জরুরি খাদ্য, ঔষধ সরবরাহ, রোগীদের অ্যাপয়েন্টমেন্টসহ আইসোলেটেড মানুষদের ফোনে সহায়তা দিবেন।

স্বেচ্ছাসেবী হিসেবে প্রাক্তন ১১ হাজার চিকিৎসকসহ প্রায় ২৪ হাজার শেষবর্ষের মেডিকেল শিক্ষার্থী যোগ দিচ্ছেন।

এদিকে প্রধানমন্ত্রী তার বক্তব্যে সবাইকে ঘরে থেকে সরকারকে সহযোগিতার আহবান জানিয়ে বলেন, বিশ্বমানের স্বাস্থ্যসেবার মধ্যে সীমাবদ্ধ সংখ্যক চিকিৎসক, নার্স এবং বিশেষজ্ঞ সরঞ্জাম রয়েছে। সুতরাং যে কোনও সময়ে যে কোনও ব্যক্তি যত বেশি অসুস্থ হয়ে পরবে, এনএইচএসের পক্ষে মোকাবেলা করা সমস্যাটি আরও কঠিন হয়ে পড়বে।

তিনি আরও বলেন, এই বিস্তারকে বিলম্ব করা জরুরি এবং আপনার সহায়তায় আমরা রোগের বিস্তার কমিয়ে দেবে।

উল্লেখ্য, ব্রিটেনে গত ২৪ ঘন্টায় বুধবার বিকাল পর্যন্ত ৪৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে ২১ বছর বয়সী এক তরুণীও রয়েছেন। গতকাল পর্যন্ত মৃতের সংখ্যা ছিলো ৪২২ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.