Sylhet Today 24 PRINT

ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন করোনাভাইরাসে আক্রান্ত

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মার্চ, ২০২০

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

এক বার্তায় বরিস জনসন বলেন, "গত ২৪ ঘন্টায় আমার মধ্যে করোনা ভাইরাসের কিছু উপসর্গ দেখা দিয়েছে এবং পরীক্ষার পর করোনা পজিটিভ এসেছে। আমি সম্পূর্ণ আইসোলেশনে আছি। কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনার বিরুদ্ধে আমাদের সরকারের এই লড়াইয়ে আমি নেতৃত্ব দিয়ে যাব।"

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র জানিয়েছেন, হাউজ অব কমনসে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়ার একদিন পর বৃহস্পতিবার থেকে ৫৫ বছর বয়সী বরিস জনসনের শরীরে করোনার উপসর্গ দেখা যেতে শুরু করে।

তিনি বলেন, "ইংল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা অধ্যাপক ক্রিস হুইট্টিরর পরামর্শের পর প্রধানমন্ত্রী তার দেহে করোনা ভাইরাস আছে কিনা জানতে পরীক্ষা করেন। পরীক্ষার পর ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মকর্তারা জানান তার করোনা পজিটিভ এসেছে।"

তিনি আরও জানান, বরিস জনসনের শরীরে করোনার উপসর্গগুলো এখনো মৃদু অবস্থায় রয়েছে।

এরআগে ব্রিটিশ যুবরাজ চার্লসও করোনাভাইরাসে আক্রান্ত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.