Sylhet Today 24 PRINT

ইতালিতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক  |  ২৯ মার্চ, ২০২০

নভেল করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালিতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।

কোভিড-১৯ রোগের বিশ্ব পরিস্থিতি নিয়ে জনস হপকিন্স ইউনিভার্সিটি শনিবার রাতে সর্বশেষ যে তথ্য হালনাগাদ করেছে, তাতে ইতালিতে মৃতের সংখ্যা দেখাচ্ছে ১০ হাজার ২৩ জন।

এই পর্যন্ত আর কোনো দেশেই মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ায়নি। ইতালিতে শনিবার ৮৮৯ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯ রোগে।

ইতালির পরে স্পেনে সর্বোচ্চ ৫ হাজার ৮১২ জনের মৃত্যু হয়েছে।  

যেখান থেকে এই মহামারীর শুরু হয়েছিল, সেই চীনের হুবেই প্রদেশে মৃতের সংখ্যা ৩ হাজার ১৭৭ জনে রয়েছে।

চীনের পর সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইরানে ২ হাজার ৫১৭ জন, তারপরে রয়েছে ফ্রান্স (১ হাজার ৯৯৫ জন)।  

যুক্তরাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১৯ জন, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেই ৫১৭ জনের মৃত্যু ঘটিয়েছে নভেল করোনাভাইরাস।

সবমিলিয়ে ১৭৭ দেশ ও অঞ্চলে ছড়িয়ে নভেল করোনাভাইরাস মৃত্যু ঘটিয়েছে ৩০ হাজারের বেশি মানুষের।

দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ ১৯ জন মারা গেছে ভারতে। পাকিস্তানের মৃতের সংখ্যা ১২ এবং বাংলাদেশে ৫।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.