Sylhet Today 24 PRINT

সৌদিতে অনির্দিষ্টকালের জন্য অফিস-আদালত বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক |  ২৯ মার্চ, ২০২০

সৌদি আরবে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস আদালত, গণপরিবহনসহ অভ্যন্তরীণ ফ্লাইট, বাস-ট্রেন এবং ভাড়ায় চালিত ট্যাক্সি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যা আগে পরবর্তী ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। এখন তা বাড়িয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সৌদি সরকার।

শনিবার (২৮ মার্চ) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

এদিকে সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৯ জন আক্রান্ত হওয়ার খবর দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় । এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২০৩ জনের।

রিয়াদে সর্বোচ্চ সংখ্যক ৪১ জন আক্রান্ত হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রিয়াদে চতুর্থ মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত ব্যাক্তি একজন সৌদি নাগরিক বলে জানা গেছে।

করোনাভাইরাসে দেশটিতে নতুন কোনো বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। নতুন আরও দুইজন মুক্ত হওয়ায় করোনায় আক্রান্ত হয়ে রোগমুক্তির মোট সংখ্যা ৩৭ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.