Sylhet Today 24 PRINT

ট্রুডোর স্ত্রী সুফি সুস্থ

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মার্চ, ২০২০

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগয়ের।

শনিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ফরাসি ভাষায় দেয়া স্ট্যাটাসে সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়েছেন তিনি। সেখানেই সুস্থতার খবর দিয়ে সবার প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছে সোফি।

এরআগে গত ১২ মার্চ স্বাস্থ্য পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত করেন কানাডার চিকিৎসকরা। এর আগের দিন যুক্তরাজ্যে এক অনুষ্ঠানের পর সোফি খানিকটা অসুস্থ বোধ করেন। এরপর তার করোনা পরীক্ষা করা হয়। চিকিৎসকদের পরামর্শে এরপর প্রধানমন্ত্রী ট্রুডো সপরিবারে আইসোলেশনে যান। অবশ্য ট্রুডোর শরীরে করোনার লক্ষণ দেখা যায়নি।

১২ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, সোফির শরীরে করোনাভাইরাস-সৃষ্ট রোগ ধরা পড়লেও তা এখনো প্রকট হয়ে ওঠেনি। মৃদু মাত্রায় রয়েছে।

অবশেষে ১৬ দিনের মাথায় পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সুখবর দিলেন সোফি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.