Sylhet Today 24 PRINT

করোনাভাইরাসে সৌদি আরবে বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক |  ৩১ মার্চ, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে এক বাংলাদেশি মারা গেছেন। তার বাড়ি সাভারে। গত ২৪ মার্চ তিনি মদিনার আল জাহরা হাসপাতালে মারা যান।

সোমবার (৩০ মার্চ) হাসপাতাল থেকে এ বিষয়ে বাংলাদেশের জেদ্দা কনস্যুলেটকে জানানো হয়।

মৃত ব্যক্তির কোনও আত্মীয়-স্বজন এখন পর্যন্ত জেদ্দা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করেনি। তার পাসপোর্টে যে জরুরি নম্বর দেওয়া আছে সেটিতে প্রথমে ফোন করে সংযোগ পাওয়া যায়নি। অনেক চেষ্টার পরে যখন সংযোগ পাওয়া গেলো তখন বলা হলো সেটি ভুল নম্বর।

এ বিষয়ে বিস্তারিত জানিয়ে জেদ্দা কনস্যুলেট উইং একটি চিঠি পাঠিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে।

চিঠিতে বলা হয়েছে, পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ওখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করেছে। বাংলাদেশ কনস্যুলেট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.