Sylhet Today 24 PRINT

চীনের প্রেসিডেন্টের বিরুদ্ধে ভারতে মামলা দায়ের

আন্তর্জাতিক ডেস্ক |  ০১ এপ্রিল, ২০২০

ভারতের উত্তর প্রদেশের ৪০ নাগরিক বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে চীনের প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি শি জিনপিংয়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

বুধবার (১ এপ্রিল) এ খবর জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম দ্য মিন্ট।

ওই মামলার বিবরণীতে নভেল করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়াতে দিয়ে কোটি কোটি মানুষের জীবন বিপন্ন করার অভিযোগে শি জিনপিংকে অভিযুক্ত করা হয়েছে।

এ ব্যাপারে উত্তর প্রদেশ পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মামলার কপি তারা হাতে পেয়েছেন, যেহেতু এর সঙ্গে আন্তর্জাতিক বিষয় জড়িত তাই সবদিক বিবেচনা করে আইন অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ডিসেম্বরের ৩১ তারিখে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। ওই ভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারী কোভিড-১৯ রোগে ইতোমধ্যে সাড়ে আট লাখ মানুষ। মৃত্যু হয়েছে প্রায় ৪২ হাজার জনের। বলা হচ্ছে যে, চীনের চিকিৎসকরা আগেই এই ভাইরাসের ব্যাপারে বিশ্ববাসীকে সচেতন করতে চাইলেও, কর্তৃপক্ষের অনীহার কারণে তা করতে পারেননি।

প্রসঙ্গত, নেপালের কয়েকজন নাগরিক এর আগে একই ধরনের অভিযোগে শি জিনপিংয়ের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.