Sylhet Today 24 PRINT

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসে ৫০ জনের মৃত্যু, আক্রান্ত ৬ হাজার

শাহাব উদ্দিন শিহাব |  ০৮ এপ্রিল, ২০২০

অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। নতুন করে সংক্রমিত হয়েছেন আরও ৮৯ জন। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০১০ জন।

আক্রান্তদের মধ্যে নিউ সাউথ ওয়েলসে ২ হাজার ৭৩৪, ভিক্টোরিয়ায় ১ হাজার ২১২, কুইন্সল্যান্ডে ৯৪৩, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় ৪৭০, দক্ষিণ অস্ট্রেলিয়ায় ৪১৫, অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিতে ৯৭, তাসমানিয়ায় ৯৮, এবং উত্তর অঞ্চলটিতে ২৮ জন আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) সকালে রয়্যাল অ্যাডিলেড হাসপাতালে সর্বশেষ ৬২ বছর বয়সী এক মহিলা মারা যান।

তিনি রুবি প্রিন্সেস ক্রুজ জাহাজে যাত্রী ছিলেন বলে জানিয়েছে অস্ট্রেলিয়া স্বাস্থ্য বিভাগ।

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিভাগ জানায়, মৃত্যুবরণকারী মহিলার স্বামীও কোভিড-১৯ এ আক্রান্ত রয়েছেন। তিনি নিউ সাউথ ওয়েলসের একটি হোটেলে কোয়ারেন্টিনে রয়েছেন।

তবে বুধবার বিকেলে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকা বেশ কয়েকজন অস্ট্রেলিয়ানদের সিডনির সুইসটেলের হোটেলে থেকে মুক্তি দেয়া হয়েছে। মুক্তিপ্রাপ্তরা সম্পূর্ণভাবে কোভিড-১৯ থেকে মুক্ত রয়েছেন বলেও জানায় স্বাস্থ্যমন্ত্রী রজার কুক।

কোয়ারেন্টিনে দীর্ঘ দিন থাকার পর মুক্তিপ্রাপ্তরা বুধবার স্বস্তির নিঃশ্বাস ফেলেন। এদিকে হিলটনের এশটি হোটেলে ভাগ করে নেওয়া সাতজনের পরিবারসহ কারও কারও জন্য দুঃস্বপ্ন রয়েছে বলে শঙ্কায় আছেন স্বাস্থ্যমন্ত্রী রজার কুক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.