Sylhet Today 24 PRINT

ভ্রমণ নিষেধাজ্ঞা অমান্য: অস্ট্রেলিয়ার মন্ত্রীকে ১.৩ মিলিয়ন ডলার জরিমানা

শাহাব উদ্দিন শিহাব, সিডনি (অস্ট্রেলিয়া) |  ০৯ এপ্রিল, ২০২০

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের আর্টস মন্ত্রী ডন হারউইনকে রাজ্যের জনস্বাস্থ্যের আদেশ লঙ্ঘনের অভিযোগে ১.৩ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, করোনা ভাইরাসের এই দুর্যোগের সময় বেরেজিক্লিয়ান সরকার জনগণকে অপ্রয়োজনীয় ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করে। ভ্রমণের নিষেধাজ্ঞা অমান্য করে নিউ সাউথ ওয়েলস রাজ্যের আর্টস মন্ত্রী ডন হারউইন কেন্দ্রীয় উপকুল থেকে সিডনির বাড়িতে ভ্রমণ করেন।

নিউ সাউথ ওয়েলস  পুলিশ কমিশনার মিক ফুলার জানান, বৃহস্পতিবার জরিমানার সময় মন্ত্রী সিডনির বাড়িতে অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তিনি এর আগে গত ১৩ মার্চ কেন্দ্রীয় উপকূলের বাড়ি থেকে সিডনিতে স্থানান্তরিত হয়েছিলেন। এই সময় তিনি সিডনির বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন এসব প্রমান পুলিশের কাছে থাকায় হারউইনকে জরিমানা করা হয়।

এবিষয়ে বৃহস্পতিবার এক বিবৃতিতে হারউইন বলেছেন,  জনস্বাস্থ্য আদেশ কার্যকর হওয়ার আগেই তিনি স্থানান্তরিত হন এবং বাড়িতে বসেই মন্ত্রনালয়ের কাজ করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.