Sylhet Today 24 PRINT

নাইজেরিয়ায় ৪৭ জনকে হত্যা করে ত্রাণ লুট

সিলেটটুডে ডেস্ক |  ২০ এপ্রিল, ২০২০

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় মহামারি করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্তদের দেওয়া ত্রাণ ডাকাতির সময় দস্যুদের হামলায় অন্তত ৪৭ জন প্রাণ হারিয়েছেন। গত শুক্রবার মধ্যরাতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাতসিনা রাজ্যে বর্বরোচিত এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

রোববার কাতসিনা পুলিশের এক বিবৃতির বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, শুক্রবার রাতে কয়েক ঘণ্টা ধরে একাধিক গ্রামে তাণ্ডব চালায় তিন শতাধিক সশস্ত্র দস্যু। এ সময় দস্যুদের হামলায় অন্তত ৪৭ জন প্রাণ হারিয়েছে।

বিজ্ঞাপন



ওই এলাকায় বিপুল সংখ্যক নাইজেরিয়ান পুলিশ, সেনাবাহিনী, বিমানবাহিনী, গোয়েন্দাসহ বিশেষ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। দস্যুদের খুঁজতে জঙ্গলে চিরুনি অভিযান চালানো হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, দস্যুরা গ্রামবাসীর কাছে খাবার ও অন্যান্য ত্রাণ সামগ্রী দাবি করেছিল।

নাইজেরিয়ার এ অঞ্চলটিতে গত এক বছরে সন্ত্রাসী দলগুলোর হামলা, ডাকাতি, অপহরণে কয়েকশ মানুষ প্রাণ হারিয়েছেন। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটি সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলা ঠেকাতেই হিমশিম খাচ্ছে। তার ওপর মহামারি ও ডাকাতদের তাণ্ডব সেখানে নতুন সংকট তৈরি করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.