Sylhet Today 24 PRINT

ইন্দোনেশিয়ায় ঈদে বাড়ি ফিরতে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক |  ২২ এপ্রিল, ২০২০

আগামী ঈদুল ফিতরে নাগরিকদের বাড়ি ফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইন্দোনেশিয়া।

মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো জানিয়েছেন, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মন্ত্রিসভার বৈঠক শেষে জোকো উইদোদো জানান, নাগরিকদের ঈদে বাড়ি যাওয়ার যে ঐতিহ্য রয়েছে সেটি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইন্দোনেশিয়াসহ এ অঞ্চলের দেশগুলোতে সাধারণত ঈদে ঘরমুখী মানুষের ঢল নামে। কাজের সুবাদে অন্যত্র থাকলেও স্বজনদের সঙ্গে উৎসব উদযাপন করতে চায় মানুষ।

সম্প্রতি সরকারি এক জরিপে দেখা গেছে, উদ্ভূত পরিস্থিতিতে এবারের ঈদে এমনিতেই বাড়ি ফিরতে আগ্রহী নয় বেশিরভাগ মানুষ। তবে ২৪ শতাংশ মানুষ পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে চান।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত সাত হাজার ১৩৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ৬১৬ জনের মৃত্যু হয়েছে।

সূত্র: সিএনএন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.