Sylhet Today 24 PRINT

রমজানে যুদ্ধবিরতির আহবান প্রত্যাখ্যান তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক |  ২৫ এপ্রিল, ২০২০

পবিত্র রমজান মাসে আফগানিস্তান সরকারের পক্ষ থেকে দেয়া যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে তালেবান।

গোষ্ঠীটির মুখপাত্র সুহাইল শাহিন জানিয়েছেন, সম্ভাব্য শান্তি প্রক্রিয়া পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা গেলে এই কাজটি করা সম্ভব ছিল।

এক টুইটার বার্তায় যুদ্ধবিরতির আহ্বানও যৌক্তিক নয় বলে উল্লেখ করেছেন তিনি।

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি রমজানে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন। এটা করা গেলে করোনা ভাইরাসের দিকে মনোযোগ দিতে পারবেন বলে জানান।

সূত্র: আলজাজিরা

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.