Sylhet Today 24 PRINT

মালয়েশিয়ায় খুলে দেওয়া হচ্ছে ব্যবসা-প্রতিষ্ঠান

আগামী ৪ মে থেকে বেশিরভাগ ব্যবসা-প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে এক্ষেত্রে সরকার বেশকিছু শর্ত আরোপ করবে

নিউজ ডেস্ক |  ০১ মে, ২০২০

ছবিঃ ইন্টারনেট

শর্তসাপেক্ষে ব্যবসা-প্রতিষ্ঠান পুণরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন শুক্রবার এমন ঘোষণা দেন।

আগামী ৪ মে থেকে বেশিরভাগ ব্যবসা-প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে এক্ষেত্রে সরকার বেশকিছু শর্ত আরোপ করবে; যা ব্যবসায়ীদের মেনে চলতে হবে।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন বলেন, যেসব ব্যবসা-প্রতিষ্ঠানে বেশি মানুষের সমাগম ঘটে সেগুলো এখনই খোলার অনুমতি দেওয়া হবে না।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকেই দেশটিতে লকডাউন চালু রয়েছে। করোনার প্রকোপ যেন দ্রুত ছড়িয়ে পড়তে না পারে সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে লকডাউনের কারণে ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় ইতোমধ্যেই মালয়েশিয়া সরকারের ক্ষতি হয়েছে প্রায় ৬৩ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত।

লকডাউন চলতে থাকলে এই ক্ষতি আরও বাড়বে। ফলে দেশের অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখোমুখি হবে। সে কারণেই আস্তে আস্তে বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে মালয়েশিয়া সরকার।

এদিকে, মালয়েশিয়ায় এখন পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ হাজারের বেশি। দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছে ১০২ জন।

দেশটিতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৪ হাজার ১৭১ জন। সেখানে করোনার অ্যাক্টিভ কেস ১ হাজার ৭২৯টি। অপরদিকে এখনও ৪০ জনের অবস্থা আশঙ্কাজনক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.