Sylhet Today 24 PRINT

রাশিয়ার বিমান হামলায় ধ্বংস হলো আইএস’র ২০ ট্যাংক এবং অস্ত্রাগার

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৬ অক্টোবর, ২০১৫

রাশিয়ার বিমান বাহিনী সিরিয়ায়  অভিযান চালিয়ে আইএস-এর অন্তত ২০টি  ট্যাংক ও তিনটি রকেট লাঞ্চার ধ্বংস করেছে। টি-৫৫ মধ্যম আকারের এসব ট্যাংক  সিরিয় বাহিনীর কাছ থেকে হাতিয়ে নিয়েছিল এ সন্ত্রাসী গোষ্ঠী।

 গতকাল সিরিয়ার হোমস প্রদেশের পালিমারের কাছে এসব ট্যাংক ধ্বংস করা হয়। এ ছাড়া, গতকাল রুশ সুখোই জঙ্গিবিমানগুলো আইএসআইএল-এর অন্তত ১০ লক্ষ্যবস্তুতে ১৫ দফা আঘাত হেনেছে।

 এসব হামলায় রুশ অত্যাধুনিক জঙ্গিবিমান সুখোই-৩৪, ২৪এম এবং ২৫এম অংশগ্রহণ করেছে। রুশ অভিযানে হোমসে আইএসআইএল-এর অস্ত্রাগার ধ্বংস হয়েছে বলে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে। এ ছাড়া, রুশ অভিযানে আলেপ্পোতে আইএসআইএল-এর সদর দফতর এবং একটি কমান্ড পোস্ট ধ্বংস হয়েছে।

-রেডিও তেহরান

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.