Sylhet Today 24 PRINT

আইআরজিসির মিসাইলে ইরানের ১২ নাবিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক |  ১১ মে, ২০২০

হরমুজ প্রণালীতে চলমান নৌ মহড়ায় ইরানিয়ান রেভুলেশনারি গার্ড কোরের (আইআরজিসি) ছোড়া জাহাজ ধ্বংসকারী মিসাইলের আঘাতে নৌ বাহিনীর একটি জাহাজ ডুবে ১২ নাবিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে) এ খবর জানিয়েছে বিবিসি।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, আইআরজিসির ফ্রিগেট জামরান থেকে ছোড়া মিসাইলে নৌ বাহিনীর সাহায্যকারী জাহাজ কোনারাক ডুবে গেছে।

বিজ্ঞাপন

এর আগে জানুয়ারিতে আইআরজিসি তেহরানে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ভুলক্রমে ভূপাতিত করেছিল। তাতে ওই বিমানে থাকা ১৭৬ যাত্রীর মৃত্যু হয়েছিল। যাদের অধিকাংশই ছিলেন ইরানি।

এদিকে কয়েকজন ইরানি সাংবাদিক জানিয়েছেন, নৌ মহড়া চলাকালীন নির্দিষ্ট সময়ের আগেই ফ্রিগেট জামরান থেকে ছোড়া মিসাইলে সাহায্যকারী জাহাজ কোনারাক ডুবে গেছে এবং ওই জাহাজে থাকা ১২ নাবিকের মৃত্যু হয়েছে।

অন্যদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্সের পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালীর ওই সেম সাইডে মাত্র একজন নাবিকের মৃত্যু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.