Sylhet Today 24 PRINT

পুতিনের মুখপাত্র করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক |  ১২ মে, ২০২০

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ করোনায় আক্রান্ত হয়েছেন। রুশ বার্তা সংস্থা তাস মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জানিয়ে পেশকভ বলেছেন, ‘আমি অসুস্থ। চিকিৎসা নিচ্ছি।’

দিমিত্রি পেশকভকে নিয়ে রুশ সরকারের চার শীর্ষ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন, সংস্কৃতিমন্ত্রী ওলগা লিইবিমোভা এবং নির্মাণমন্ত্রী ভ্লাদিমির ইয়াকুশেভ। অবশ্য এদের কারো অবস্থাই গুরুতর নয়।

বিজ্ঞাপন

তিনজনের মধ্যে একমাত্র মিশুস্তিন হাসপাতালে ভর্তি আছেন। তিনি সেখান থেকেই ভিডিও লিংকের মাধ্যমে শীর্ষ পর্যায়ের কয়েকটি বৈঠকে অংশ নিয়েছেন।

বার্তা সংস্থা তাসকে পেশকভ  জানিয়েছেন, সর্বশেষ এক মাসেরও বেশি সময় আগে তার সঙ্গে পুতিনের সরাসরি যোগাযোগ হয়েছে।

৫২ বছরের পেশকভ ২০০০ সাল থেকে পুতিনের মুখপাত্র হিসেবে কাজ করছেন। গত ৬ মে থেকে নিয়মিত টেলিফোন ব্রিফিংয়ে তার উপস্থিতি ছিল না।

গত কয়েক সপ্তাহ ধরে রাজধানী মস্কোর বাইরে নিজের বাড়িতে অবস্থান করছেন পুতিন। সেখান থেকেই তিনি ভিডিও লিংকের মাধ্যমে বিভিন্ন বৈঠকে অংশ নিচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.