Sylhet Today 24 PRINT

আফগানিস্তানে পৃথক তিন হামলায় প্রাণ গেল ৪০ জনের

আন্তর্জাতিক ডেস্ক |  ১৩ মে, ২০২০

আফগানিস্তানে পৃথক তিন হামলায় প্রাণ গেছে সদ্যজাত দুই শিশুসহ কমপক্ষে ৪০ জনের। একটি হাসপাতালে এবং দাফনকার্য চলাকালীন আরেক জায়গায় এসব হামলায় আহত হয়েছেন শতাধিক মানুষ।

মঙ্গলবার রাজধানী কাবুলে আন্তর্জাতিক দাতব্য সংস্থা- ডক্টরস উইদাউট বর্ডার্স পরিচালিত একটি মা ও শিশু হাসপাতালে পুলিশের ছদ্মবেশে হামলা চালায় বন্দুকধারীরা।

বিজ্ঞাপন

সংখ্যালঘু শিয়া অধ্যুষিত এলাকাটিতে ওই হামলায় প্রাণ যায় ১৬ জনের।

দেশটির পূর্বাঞ্চলে নানগড়হর প্রদেশে হয় অপর হামলাটি। সরকারি কর্মকর্তা আর পার্লামেন্ট সদস্যদের উপস্থিতিতে এক পুলিশ কর্মকর্তার দাফন চলাকালীন আত্মঘাতী বোমা হামলায় ঘটনাস্থলেই নিহত হন ২৪ জন। এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।

তৃতীয় হামলাটি হয়েছে খোস্ত প্রদেশে, মারা গেছে এক শিশু। ধারাবাহিক হামলার ঘটনায় প্রেসিডেন্ট আশরাফ ঘানির নির্দেশে আগ্রাসী অবস্থান নিয়েছে আফগান নিরাপত্তা বাহিনী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.