Sylhet Today 24 PRINT

বিশ্বে প্রতিদিন ৬ হাজার শিশু মারা যেতে পারে: ইউনিসেফ

সিলেটটুডে ডেস্ক |  ১৪ মে, ২০২০

করোনাভাইরাসের কারণে নিয়মিত স্বাস্থ্যসেবার ওপর নেতিবাচক প্রভাবের কারণে আগামী ছয় মাসে বিশ্বে প্রতিদিন ছয় হাজার শিশুর মৃত্যু হতে পারে। বুধবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ সতর্ক বার্তা দিয়েছে।

সংস্থটি বলছে, করোনাভাইরাসের কারণে বিশ্বে পারিবারিক পরিকল্পনা, জন্ম ও নবজাতকের যত্নসেবা এবং টিকার মতো জরুরি শিশু ও মাতৃসেবা ব্যহত হচ্ছে। এর ফলে, বিশ্বে আগামী পাঁচ থেকে ছয় মাসে অতিরিক্ত ১২ লাখ শিশুর মৃত্যু হবে। এই সংখ্যা প্রতিরোধযোগ্য মৃত্যু বন্ধে এক দশক ধরে যে উন্নয়ন কর্মকাণ্ড চালানো হয়েছে তাকে বিপরীত দিকে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে বলেও ইউনিসেফ।

নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য তিনটি মডেল ব্যবহার করে, জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক সায়েন্সের প্রতিবেদনে জানা গেছে, যে দেশগুলোতে স্বাস্থ্যসেবা ১৫ শতাংশ হ্রাস পেয়েছে সেখানে পাঁচ বছরের শিশুদের মৃত্যুর হার ৯ দশমিক ৮ শতাংশ বাড়তে পারে। এই হিসেবে প্রতিদিন ১ হাজার ৪শ' শিশু মারা যেতে পারে এসব দেশে। একই সময় মাতৃমৃত্যু হার বাড়বে ৮ দশমিক ৩ শতাংশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.