Sylhet Today 24 PRINT

এশিয়ার বৃহত্তম ঈদের জামাত হচ্ছে না

আন্তর্জাতিক ডেস্ক |  ১৪ মে, ২০২০

কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হওয়া এশিয়ার বৃহত্তম ঈদের নামাজ এবার হবে না। একই সঙ্গে নাখোদা মসজিদ, দুটি টিপু সুলতান মসজিদসহ রাজ্যের কোনো মসজিদে বা ঈদগায় ঈদের দিন একসঙ্গে নামাজ আদায় করা যাবে না বলে জানায় রাজ্যের ওয়াকফ বোর্ড।

রেড রোডের ওই জামাতে প্রায় ৩-৪ লাখ মানুষ অংশ নিতো। করোনাভাইরাসের প্রকোপ না কমায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

খিলাফত কমিটির চেয়ারম্যান শাকির রেনডারিয়ান জানিয়েছেন, রেড রোডে ঈদের নামাজ হবে কিনা তা নিয়ে আমরা টেলিকনফারেন্সে আলোচনা করেছি। সকলেই একমত হয়েছেন যে, নাগরিকদের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই রেড রোডের আয়োজন স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

ওয়াকফ বোর্ড জানায়, এবার মসজিদ বা ঈদগায় ঈদের নামাজ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো মসজিদেই ঈদের নামাজে সাধারণের অংশগ্রহণ থাকবে না।

ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান সাবেক বিচারপতি আব্দুল গনি বলেছেন, আগামী কয়েক মাস বড় চ্যালেঞ্জ। করোনা থেকে বাঁচতে পারস্পরিক দূরত্ব বজায় রাখাটা ভীষণ জরুরি। তাই ঈদে মসজিদ বা ইদগায় জমায়েত না-করে বাড়িতে নামাজ আদায়ের জন্য ওয়াকফ বোর্ডের তরফে রাজ্যের প্রায় ৪০ হাজার মসজিদে নোটিশ পাঠানো হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.