Sylhet Today 24 PRINT

মাস্ক পরা বাধ্যতামূলক, না পরলে তিন বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক |  ১৭ মে, ২০২০

কাতারে করোনার বিস্তার বাড়তে থাকায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। মাস্ক না পরলে সেখানে তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে এবং একই সঙ্গে জরিমানাও দিতে হবে।

কাতারে বর্তমানে ২৭ লাখের বেশি মানুষ বসবাস করে। দেশটির ১ দশমিক ১ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে।

কাতার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কেউ আইন অমান্য করে মাস্ক না পরলে তাকে তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে ৫৫ হাজার ডলার জরিমানা দিতে হবে।

বিজ্ঞাপন

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, কাতারে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৯৭২ জন এবং মারা গেছে ১৫ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৩ হাজার ৭৮৮ জন। কাতারে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ২৭ হাজার ১৬৯টি। অপরদিকে ১৫৮ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

গত ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম প্রাণঘাতী করোনার উপস্থিতি ধরা পড়ে। প্রথম দিকে কাতারে করোনায় আক্রান্তের সংখ্যা কম থাকলেও এখন বাড়তে শুরু করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.