Sylhet Today 24 PRINT

রাজনগর থেকে দুই ‘রাজাকার’ গ্রেফতার

রাজনগর সংবাদদাতা  |  ১৩ অক্টোবর, ২০১৫

একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের   মামলায় মৌলভীবাজারের রাজনগর থেকে মৌলানা ইউনুস আহমদ এবং উজাহের আহমদ চৌধুরী নামে দুজনকে গ্রেফতার করেছে রাজনগর থানা পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় মৌলানা ইউনুস আহমদকে উপজেলার সুনাটিকি গ্রামের নিজ বাড়ি থেকে এবং  উজাহের আহমেদ চৌধুরীকে গয়াশপুর গ্রামের তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে রাজনগর থানায় নিয়ে আসে পুলিশ। সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে গ্রেফতারের খবর নিশ্চিত করেন রাজনাগর থানার এসআই হিল্লোল রায়।

হিল্লোল রায় জানিয়েছে, বুধবার সকালেই তাদের ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হবে।গ্রেফতারকৃত উজাহের আহমদ মৌলভীবাজার সরকারি কলেজের বাস চালক হিসেবে কর্মরত ছিলেন। আর মৌলানা ইউনুস আহমদ রাজনগর উপজেলা জামায়াতে ইসলামির প্রতিষ্ঠাকালীন নেতা। তাঁর নাতি মিসবাউর রহমান বর্তমানে উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য এই দুজনের বিরুদ্ধেই মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী কর্মকাণ্ড পরিচালিত করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.