Sylhet Today 24 PRINT

নোয়াখালীর যুদ্ধাপরাধী কুদ্দুসের জামিন নাকচ

নিউজ ডেস্ক |  ১৮ অক্টোবর, ২০১৫

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক নোয়াখালী জেলার সুধারাম থানার আব্দুল কুদ্দুসের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ।আজ রোববার (১৮ অক্টোবর) বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এসময় ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর জাহিদ ইমাম ও আসামিপক্ষে অ্যাডভোকেট তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৪ অক্টোবর তার জামিন আবেদনের পক্ষে-বিপক্ষে শুনানি অনুষ্ঠিত হয়। অসুস্থজনিত কারণ দেখিয়ে আব্দুল কুদ্দুস এ জামিন আবেদন করেছিলেন। ঐ দিন আব্দুল কুদ্দুসসহ নোয়াখালীর পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ নভেম্বর দিন ধার্য রয়েছে।  

এ মামলায় কারাগারে থাকা অপর আসামিরা হলেন- আমীর আহম্মেদ ওরফে আমীর আলী, মো. ইউসুফ, মো. জয়নাল আবেদীন ও মো. আব্দুল কুদ্দুস।

অপরদিকে এ মামলায় এখনো গ্রেফতার করা যায়নি আবুল কালাম ওরফে একেএম মনসুরকে।

নোয়াখালীতে যুদ্ধাপরাধে অভিযুক্ত পাঁচ আসামির বিরুদ্ধে গত বছরের ১৬ নভেম্বর তদন্ত শুরু হয়ে গত ৩১ আগস্ট শেষ হয়। ওইদিনই তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেন তদন্ত কর্মকর্তা।

উল্লেখ্য, আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় নোয়াখালীর সুধারাম থানায় ১১১ জনকে গণহত্যাসহ তিনটি অভিযোগ রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.