Sylhet Today 24 PRINT

সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ‘ফয়জুল্লাহ’ গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ফেব্রুয়ারী, ২০২১

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত এএফএম ফয়জুল্লাহ পরিচয়ে আত্মসমর্পণ করা এক ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ।

ওসি মামুনুর রশিদ জানান, বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ চলাকালীন আদালতে আত্মসমর্পণ করতে চাইলে ফয়জুল্লাহকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গফরগাঁও পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহবাগ থানাকে তার পরিচয় নিশ্চিত করেন। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।

ওই দিন সকালে যুদ্ধাপরাধ মামলায় ময়মনসিংহের ৯ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা হয়। এর আগে হঠাৎ আদালতের গেটে হাজির হন ফয়জুল্লাহ। এ সময় তিনি নিজেকে ‘যুদ্ধাপরাধ মামলার আসামি’ বলে দাবি করেন।

এদিকে ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তি যুদ্ধাপরাধ মামলার আসামি ‘ফয়জুল্লাহ’ কি না, তা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.