Sylhet Today 24 PRINT

যুদ্ধাপরাধী সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকর

নিজস্ব প্রতিবেদক |  ২২ নভেম্বর, ২০১৫

যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর করা হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) প্রথম প্রহরে ১২ টা ৫৫ মিনিটে এই দুই কুখ্যাত যুদ্ধাপরাধীর দণ্ড একই সময়ে পাশাপাশি দুই ফাঁসির মঞ্চে কার্যকর করা হয়। আইজি (প্রিজন) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

শেষ মূহূর্তে গণহত্যার দায় স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েও ফাঁসি এড়াতে পারেন নি মুজাহিদ ও সাকা।

শনিবার রাত সাড়ে ১০টা প্রাণভিক্ষা আবেদন নাকচ করে রাষ্ট্রপতির আদেশ কারাগারে এসে পৌঁছায়। তখনই নিশ্চিত হয়ে যায় ফাঁসি কার্যকরের বিষয়টি। এরপর সকল আইনী প্রক্রিয়া সম্পন্ন করে ফাঁসি কার্যকর করা হয়।

প্রথমে সালাউদ্দিন কাদের চৌধুরীর ও পরে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়।

মুজাহিদ জামায়েতের সেক্রেটারী জেনারেল ও সাকা চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্যের দায়িত্বে ছিলেন। মুজাহিদ গত চার দলীয় জোট সরকারের আমলে সমাজকল্যাণ মন্ত্রী ও সাকা চৌধুরী তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্ঠার দায়িত্বে ছিলেন।

এই দু'জনের আগে যুদ্ধাপরাধের দায়ে জামায়াত ইসলামীর নেতা কাদের মোল্লা ও কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হয়।

২০১০ সালে সাকা চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে গ্রেফতার করা হয়েছিলো।

গত ১৮ নভেম্বর বুধবার সালাউদ্দিন কাদের ও মুজাহিদের রিভিউ আবেদন খারিজ হয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.