Sylhet Today 24 PRINT

সিলেটে পাঠশালা ও সুবর্ণযাত্রা-র উদ্যোগে \'লালযাত্রা\' অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক |  ২৫ মার্চ, ২০২৪

ইতিহাসের নিষ্ঠুরতম জেনোসাইড 'অপারেশন সার্চলাইট'। ২৫ মার্চ, ১৯৭১ সালের সেই কালরাত স্মরণে, শিল্পী রাহুল আনন্দের ভাবনায় বাংলাদেশের অন্যান্য স্থানের মতো, এবারও সিলেটে পাঠশালা ও সুবর্ণযাত্রা-র উদ্যোগে 'লালযাত্রা' অনুষ্ঠিত হয়।
২৫ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ, সোমবার বিকাল ৩.৩০ মিনিটে, কবি নজরুল অডিটোরিয়ামের সামনে থেকে শুরু হয়ে, সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে ফুলের পাপড়ি ছিটিয়ে দেয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
এ সময় নাট্যকার ও নাট্য নির্দেশক হুমায়ুন কবির জুয়েলের ভাবনা ও পরিকল্পনায় পাঠশালা এবং সুবর্ণযাত্রার সদস্যরা পরিবেশন করেন, নাটক 'কালরাত্রি'।
আয়োজক সংগঠনদ্বয়ের সদস্য এবং অভিভাবকগণ ছাড়াও উপস্থিত ছিলেন, জ্যেষ্ঠ সাংবাদিক ও মুক্তিযুদ্ধ গবেষক আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ,
সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেটের অর্থ সম্পাদক বিপ্লব,শ্যাম পুরকায়স্থ সুমন, সুবর্ণযাত্রার সভাপতি জাফর সাদেক শাকিল, সহ সভাপতি ফয়ছল মো. আবুল মহসিন, পাঠশালার পরিচালক নাজমা পারভীন,
সম্মিলিত নাট্য পরিষদ, সহ সাধারণ সম্পাদক এখলাছ আহমদ তন্ময়, নাট্য সংগঠক ধ্রুবজ্যোতি দে প্রমুখ।
 
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.